লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সুখবর! সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও রেকর্ড করতে দেবে iPhone 17 Pro

Published on:

অ্যাপলপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ খবর সামনে এল। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের iPhone 17 Pro সিরিজে একাধিক আধুনিক ও কার্যকর ফিচার যুক্ত করতে চলেছে, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে ডুয়েল ভিডিও রেকর্ডিং সুবিধা। এই ফিচারটি ব্যবহারকারীদের একই সময়ে ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডের সুযোগ দেবে।

iPhone 17 Pro মডেলে থাকবে ডুয়েল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা

বর্তমানে ডুয়েল ভিডিও রেকর্ডিং সুবিধা কিছু নির্দিষ্ট থার্ড-পার্টি অ্যাপ, যেমন Snapchat-এর মাধ্যমে সীমিতভাবে পাওয়া যায়। যদিও Samsung Galaxy S21 সহ একাধিক অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা উপলব্ধ। তবে এখন অ্যাপল তাদের নেটিভ ক্যামেরা অ্যাপেও এই সুবিধা দিতে চলেছে, যা ব্যবহারকারীদের জন্য উপযোগী হবে। বিশেষ করে YouTuber, TikTok কনটেন্ট ক্রিয়েটর এবং ভ্লগারদের জন্য এই ফিচারটি হবে অত্যন্ত কার্যকরী। এতে একই ফ্রেমে নিজস্ব প্রতিক্রিয়া এবং আশেপাশের দৃশ্যাবলী রেকর্ড করা যাবে পিকচার-ইন-পিকচার ফরম্যাটে।

READ MORE:  Samsung Galaxy M06 5G: Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের সেল আজ, ৯৪৯৯ টাকায় ৬ জিবি র‌্যাম ও ৫০ এমপি ক্যামেরা | Samsung Galaxy M06 5G First Sale Today Amazon Offers

এছাড়া iPhone 17 Pro-তে নতুন ক্যামেরা ডিজাইন দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। এতদিন অ্যাপল তাদের ফোনে চৌকো বাম্পযুক্ত ক্যামেরা ব্যবহার করত, কিন্তু এবার থাকতে পারে আয়তাকার বা পিল-শেপড ক্যামেরা মডিউল। এর ফলে ডিভাইসটির চেহারায় আসবে নতুনত্ব এবং ক্যামেরার পারফরম্যান্সও আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, iPhone 17 সিরিজে ২৪ মেগাপিক্সেলের উন্নত ফ্রন্ট ক্যামেরা যুক্ত হতে পারে, যা বর্তমান iPhone 16 Pro-এর ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় দ্বিগুণ রেজোলিউশন দেবে। ফলে সেলফি, ভিডিও কল এবং কনটেন্ট ক্রিয়েশন আরও ভালো হবে।

READ MORE:  ১২ হাজার টাকার কমে ১২ জিবি র‌্যামের ফোন, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

যদিও এখনো অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে প্রযুক্তি দুনিয়ার বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলি বাস্তবায়িত হলে iPhone 17 Pro হতে পারে এক সত্যিকারের গেম-চেঞ্জার।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.