সেরা ক্যামেরা সহ Google Pixel 9a এই তারিখে লঞ্চ হচ্ছে, কত দাম রাখা হবে

গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলি দুর্দান্ত ক্যামেরার জন্য বিশ্ব বিখ্যাত। এখন ভারতেও‌ এই সিরিজের স্মার্টফোনের কদর বেড়েছে। অনেকেই Google Pixel 9 সিরিজের সস্তা মডেল Pixel 9a-র জন্য অপেক্ষা করছিলেন। এবার ডিভাইসটির লঞ্চের তারিখ ফাঁস হল। এই স্মার্টফোনটি Pixel 8a এর উত্তরসূরি হিসাবে আসবে

বিভিন্ন রিপোর্ট মারফত এর আগেই জানা গিয়েছিল যে, Google Pixel 9a মডেলটি গুগল টেনসর জি৪ প্রসেসর সহ আসবে। ভালো ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাওয়া যাবে। আর এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়া এই ফোনের ডিজাইনের সাথেই মিল থাঅবে পিক্সেল 9 সিরিজের অন্যান্য ডিভাইসের।

READ MORE:  স্মার্টফোনের জগতে ঝড় তুলবে Google, ফাঁস হল Pixel 9a লঞ্চের তারিখ ও দাম

Google Pixel 9a কবে লঞ্চ হবে

রিপোর্ট থেকে জানা গেছে, ১৯ মার্চ বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৯এ। এটি ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে আসবে হবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটির সেল ১৬ মার্চ ২০২৫ থেকে শুরু হতে পারে।

Google Pixel 9a এর সম্ভাব্য দাম

কয়েকদিন আগে নতুন পিক্সেল স্মার্টফোনের দাম ফাঁস করা হয়েছে। এই ডিভাইসের বেস ভ্যারিয়েন্টটি ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে, যা ব্যাংক অফার এবং ছাড় সহ ৫২,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হতে পারে ৬৪,০০০ টাকা।

READ MORE:  Poco X6 Neo 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco ফোনের সাথে ৫০০০ টাকা ছাড়, জলের দরে কিনুন | Poco X6 Neo 5G Discount Offer

গুগল পিক্সেল ৯এ এর সম্ভাব্য স্পেসিফিকেশন রয়েছে

গুগলের নতুন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেনসর জি৪ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে

ক্যামেরার কথা বললে ডিভাইসটির ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। এটি ৫১০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ২৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৭ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

Scroll to Top