লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সেরা ক্যামেরা সহ তুখোড় পারফরম্যান্স, Oppo, OnePlus ও Honor ফোনে বাম্পার ছাড়

Updated on:

মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনগুলি ভাল ক্যামেরা সহ দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে। তাই আপনি যদি ভালো কোনো ফোন খোঁজ করে থাকেন তাহলে বাজেট ৩০,০০০ টাকার কাছাকাছি রাখা উচিত। এই প্রতিবেদনে আমরা তিনটি সেরা মিড রেঞ্জ স্মার্টফোনের কথা বলবো, যেগুলি এখন কম দামে পাওয়া যাচ্ছে। আর অ্যামাজন থেকে ডিভাইসগুলি কেনা যাবে। আসুন ৩০ হাজার টাকার রেঞ্জে ভালো ক্যামেরা ও ফাটাফাটি পারফরম্যান্সের ফোনগুলি দেখে নেওয়া যাক।

Oppo F27 Pro+ 5G

ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা অতিরিক্ত ছাড় আদায় করে নেওয়া যাবে। ফিচারের কথা বললে এতে ৬.৭ ইঞ্চি AMOLED 3D কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Flipkart Valentines Day Sale: পুরো ৭০০০ টাকা ডিসকাউন্টে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, ১৯ মিনিটে হবে ফুল চার্জ | Redmi Note 13 Pro Plus 5G Discount

আরও পড়ুনঃ ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy F15 5G এখন মাত্র ১২ হাজার টাকার কমে

OnePlus Nord 4 5G

ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন অ্যামাজনে মাত্র ২৯,৯৯৮ টাকা। আর নির্বাচিত ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি আছে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  আমজনতার জন্য দারুণ ফোন আনছে ভিভো, থাকবে শক্তিশালী ব্যাটারি

Honor 200 5G

মজবুত বিল্ড কোয়ালিটি সহ অনার স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে বিক্রি হচ্ছে ২৭,৯৯৮ টাকায়। এখানে রয়েছে লোভনীয় ব্যাঙ্ক কার্ড অফার। এই অফারে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এই ডিভাইসে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  স্মার্টফোন দ্রুত গরম হয় যাচ্ছে? ঠান্ডা রাখতে কী করবেন জেনে নিন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.