লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্টক খালি করতে অবিশ্বাস্য ডিসকাউন্ট, 4 লাখ টাকা সস্তা হয়ে গেল এই জনপ্রিয় SUV

Published on:

গুদামে জমা গাড়ির স্টক খালি করতে ডিসকাউন্ট বর্তমানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে পুরনো স্টক খালি করতে যদি ৪ লক্ষ টাকার উপরে ছাড় দেওয়া হয়, তাহলে আশ্চর্য হতে হয়। অটোকার ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, Volkswagen Tiguan, Taigun এবং Virtus বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। মার্চে সর্বোচ্চ ছাড়ের অঙ্ক প্রায় ৪.২ লক্ষ। ভেরিয়েন্টের উপর নির্ভর করে, গ্রাহকরা নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস অথবা স্ক্র্যাপেজ বোনাস (একসাথে নেওয়া যাবে না) এবং লয়্যালটি বোনাস পেতে পারেন।

২০২৪ মডেলের পাশাপাশি ২০২৫ মডেলেও আকর্ষণীয় ছাড় দিচ্ছে ফোক্সওয়াগেন। চলুন দেখে নিই কোন গাড়িতে কত টাকা সাশ্রয় করা যাবে। তবে, রাখবেন যে শহর ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্ট বা বেনিফিট আলাদা হতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিকটবর্তী শোরুমে গিয়ে যাচাই করে নেওয়ার পরামর্শ দেবো আমরা।

READ MORE:  ভারতে আসার তোড়জোড় করতেই বিপাকে Tesla, ক্রেতাদের ঠকানোর অভিযোগ ইলন মাস্কের সংস্থার বিরুদ্ধে

Volkswagen Tiguan

ফোক্সওয়াগেনের এই ফ্ল্যাগশিপ এসইউভি-তে ৪.২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যার মধ্যে লয়্যালটি বোনাস, নগদ ছাড় ও স্ক্র্যাপেজ/এক্সচেঞ্জ বোনাসের মতো অন্যান্য সুবিধা উপলব্ধ। এই টিগুয়ান একটি পাঁচ আসনের এসইউভি যা ১৯০ হর্সপাওয়ারের ২.০-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত। ইঞ্জিনটি সেভেন স্পিড ডুয়াল-ক্লাচ গিয়ারবক্সের সাথে যুক্ত।

Volkswagen Taigun

ইনভেন্টরির উপর নির্ভর করে ফোক্সওয়াগেনের এই গাড়িতে ২ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাচ্ছে। সুযোগ, সুবিধাগুলির মধ্যে রয়েছে লয়্যালটি বোনাস, নগদ ছাড় এবং স্ক্র্যাপেজ/এক্সচেঞ্জ বোনাস। এটা গেল গত বছরের স্টকের কথা, আবার ২০২৫ মডেলের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। মডেলটির দাম বর্তমানে শুরু হচ্ছে ১০.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।

READ MORE:  Aprilia RS 457 Discount: হাই-স্পিডে বাইক চালানোর ইচ্ছা? Aprilia RS 457 স্পোর্টস বাইকে মিলছে 13,050 টাকা ছাড় | Aprilia RS 457 with Quickshifter Now Available

Volkswagen Virtus

ইনভেন্টরির উপর নির্ভর করে ২০২৪ সালের স্টকের উপর ডিসকাউন্ট ১.৫ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। এছাড়াও, ফোক্সওয়াগেনের এই সেডানের চলতি বছর তৈরি হওয়া ইউনিটে ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আবার বিদ্যমান Polo গ্রাহকদের জন্য ৫০,০০০ টাকার লয়্যালটি বোনাস প্রযোজ্য। Virtus-এর দাম ১০.৩৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

READ MORE:  ইলেকট্রিক স্কুটার কিনতে যুবক-যুবতীদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল এই রাজ্য | Tamil Nadu To Subsidise E-Scooter Purchases

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.