লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্টাইলিশ ডিজাইন ও নতুন কালার সহ Yamaha FZ-S FI 2025 বাইক লঞ্চ হল, দাম কত

Published on:

Yamaha ভারতে FZ-S FI বাইকের 2025 মডেল নিয়ে হাজির হল। নতুন মডেলের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। এছাড়া Yamaha FZ-S FI মোটরসাইকেলের ডিজাইনে সামান্য পরিবর্তন আনা হয়েছে এবং এটি ম্যাট ব্ল্যাক, আইস ফ্লু-ভর্মিলিয়ন, মেটালিক হোয়াইট এবং সাইবার গ্রিন সহ বেশ কয়েকটি নতুন কালারে পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।

READ MORE:  Suzuki Burgman Street: ইথানলে চলবে সুজুকির জনপ্রিয় স্কুটি, খরচ কমাতে মাইলেজ বাড়িয়ে হাজির নতুন ভার্সন | Suzuki Burgman Street e20 Fuel Version Launched

Yamaha FZ-S FI 2025 বাইকের দাম কত

ভারতীয় বাজারে 2025 ইয়ামাহা FZ-S FI এর এক্স-শোরুম দাম 1,34,800 টাকা রাখা হয়েছে। নতুন মডেলের দাম FZ-S FI এর পুরানো মডেলের থেকে 3,600 টাকা বেশি।

Yamaha FZ-S FI 2025 এর ইঞ্জিন ও ফিচার

পাওয়ারট্রেন হিসেবে 2025 ইয়ামাহা FZ-S FI মডেলে 149 সিসির সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন আছে যা 112 বিএইচপি পাওয়ার এবং 13.3 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সাথে 5-স্পিড গিয়ারবক্স যুক্ত আছে।

READ MORE:  পেট্রলের বিকল্প হিসাবে বাজারে সুপারহিট, CNG বাইকের বিক্রিতে নজির গড়ল Bajaj

নতুন বাইকে 140-সেকশনের বড় রিয়ার টায়ার, সিঙ্গেল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, Y-কানেক্টের সাথে সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার এবং LED হেডলাইট রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.