লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্পেসে ‘জলভালুক’ নিয়ে যাবে ভারতীয় মহাকাশচারী, নয়া পরীক্ষায় ISRO?

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা এবার পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এমনটাই খবর। সুত্রের খবর, তার সঙ্গে মহাশূন্যে পাড়ি জমাবে এক বিরল জীব – জলভালুক (Water Bear)। যাকে কিনা বৈজ্ঞানিকভাবে ডাকা হয় টার্ডিগ্রেড বলে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ইতিহাসে প্রথমবার ভারতীয় মহাকাশচারীর বেসরকারি অভিযান

মার্কিন সংস্থা Axiom Space-এর Ax-4 মিশন আন্তর্জাতিক মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ। কারণ এবারই প্রথম কোন ভারতীয় মহাকাশচারী বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন। আর এই দলেরই এক গর্বের মুখ শুভাংশু শুক্লা। যিনি কিনা ভারতীয় বায়ু সেনার একজন টেস্ট পাইলট এবং গগনযান প্রকল্পের সঙ্গেও তার নাম লেখা রয়েছে।

READ MORE:  ‘পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, এদিকে স্বাস্থ্য….’ রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

১৪ দিনের বিশেষ সফর

শুধু মহাশূন্যে ভ্রমণ নয়, বরং এই মিশনের অন্যতম লক্ষ্য গবেষণা। ১৪ দিনের এই অভিযানে শুভাংশু শুক্লা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলেই খবর। আর এই পরীক্ষা চলবে একদম জিরো গ্র্যাভিটি পরিবেশে। এর মধ্যে আকর্ষণীয় এক গবেষণা হল ভয়েজার টার্ডিগ্রেডস এক্সপেরিমেন্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জলভালুকের পিছনে রহস্য

টার্ডিগ্রেড বা জলভালুক মাত্র ০.৩৩ থেকে ০.৫ মিলিমিটার লম্বা। এই প্রাণীটিকে হয়তো খালি চোখেও দেখা যায় না। কিন্তু এরা পৃথিবীর সব জায়গায় টিকে থাকা প্রাণীদের মধ্যে তালিকার শীর্ষে। ১৭৭৩ সালে প্রথমবার এই প্রাণীটির হদিশ মেলে। এমনকি এই প্রাণীটি পৃথিবীর মাটি, জল, বরফ, আগ্নেয়গিরি সব জায়গায় অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আর এবার দেখা হবে মহাশূন্যের মতো চরম প্রতিকূল পরিবেশেও কীভাবে এই জলভালুক বাঁচতে পারে এবং বংশবৃদ্ধি করে।

READ MORE:  ভারতের নম্বর ১ শত্রুর হাত কাটল আমেরিকার, ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্বজুড়ে শোরগোল

ভবিষ্যতে এই জলভালুকই হবে সহায়..

এত ছোট্ট একটি প্রাণী নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা কেন? আসলে বিজ্ঞানীরা জানতে চায় কীভাবে তীব্র আলো, তেজস্ক্রিয়তা, ঠান্ডা-গরম, এমনকি জনশূন্য অবস্থায় নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর তারা কীভাবে নিজেদের ডিএনএ ঠিক রাখে বা মেরামত করে, তাও গবেষণা করা হবে। 

মহাকাশযাত্রার সময় এবং স্থান

এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, Ax-4 মিশন উত্থাপন করা হবে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে। এটি উৎক্ষেপণ হবে SpaceX-এর Dragon ক্যাপসুলের মাধ্যমেই। বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশচারীদের সঙ্গে শুভাংশু শুক্লাও থাকবেন এই মহাকাশচারী সফরের এক অংশ হিসেবে।

READ MORE:  ভূস্বর্গে সাফাই অভিযানে ৩ জইশ জঙ্গিকে ঘেরাও সেনার! উত্তপ্ত গোটা এলাকা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.