লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্বামীর কিডনি বেচে ১০ লক্ষ নিয়ে পলাতক স্ত্রী, শুনে হাইকোর্ট যা বলল …

Updated on:

প্রীতি পোদ্দার, হাওড়া: ভালোবাসায় আত্মবলিদান দেওয়ার মত ঘটনা হামেশাই দেখা যায় বিনোদন জগতে। বাস্তবে যদিও একই ঘটনা ঘটতে দেখা যায়। তবে সেক্ষেত্রে সেটি স্বার্থ ত্যাগের ঘটনা হিসেবে আসে। কিন্তু এবার সেই ভালোবাসার প্রতিদানই এক ভয়ংকর রূপ নিল। বিশ্বাস করে স্বামীর কিডনি বিক্রির ১০ লক্ষ টাকা স্ত্রীর হাতে আসতেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল এক গৃহবধূ। সুবিচার চাইতে তাই স্বামী হাজির হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, সাঁকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের কাছে পিন্টু বেজ নামে বছর আটত্রিশের এক ব্যক্তি থাকেন। ১৬ বছর আগে এক বিয়ে বাড়িতে সুপর্ণা বেজের সঙ্গে তার আলাপ হয়। আর আলাপের সূত্রেই সম্পর্ক গড়ার প্রেমে। মাস ছয়েক পর মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেন। তাদের একটি মেয়েও হয়। এক কারখানায় কাজ করতো পিন্টু। যা আয় করেন সবটাই সংসারে ব্যয় করেন। মাস কয়েক আগে পিন্টুর স্ত্রী তাকে কিডনি বিক্রির প্রস্তাব দেয়। যাতে বিক্রির টাকায় সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। পিন্টুও স্ত্রীর এক কথায় রাজি হয়ে যান। কিন্তু তারপর ঘটে এক ভয়ংকর বিপদ।

READ MORE:  মসাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে সোজা হাওড়া! প্রকাশ্যে এল ট্রেনের সময়সূচী

গত বছর নভেম্বর মাসে পিন্টু বেজে স্ত্রীর কথা মত কিডনি বিক্রি করলে গ্রাহক পিন্টুর স্ত্রীর হাতেনগদ ১০ লক্ষ টাকা তুলে দেয়। কিন্তু টাকা হাতে পেয়েই বদলে গেল স্ত্রী। পিন্টু বেজে জানিয়েছেন যখন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন সেই সময় তার স্ত্রী বাজারে যাবার নাম করে বাড়ি ছেড়ে চলে যান। ঘরে রেখে যায় তার মোবাইল। এরপর সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করে পিন্টু।

READ MORE:  বড় পরীক্ষায় সফল, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা! কবে উদ্বোধন?

হাইকোর্টে দ্বারস্থ স্বামী

দীর্ঘদিন তার খোঁজ না পেলেও পরে জানা যায় ব্যারাকপুরের রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে প্রেম করে সুপর্ণা। এখন তার সঙ্গেই থাকছে। পিন্টু এরপর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রবির বাড়িতে গিয়ে তাকে ফেরত আনার চেষ্টা করলেও সে আর বাড়ি ফিরে আসেনি। যার ফলে এবার শেষমেষ তিনি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়।

READ MORE:  CNG Car: ৩৪ কিমি মাইলেজ, দাম ৭ লাখেরও কম! বাজেটের মধ্যে সেরা এই তিনটি CNG গাড়ি | Maruti Suzuki And Tata Motors Budget CNG Cars

কিন্তু এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে পিন্টুর স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তাই এই ব্যাপারে পুলিশের বিশেষ কিছু করার দরকার নেই। কিন্তু পিন্টু এখন ভাঙা শরীরে বেশ দুর্বলতা থাকলেও হাইকোর্টে মামলা করেছেন। তিনি জানান ১৬ বছর তার সঙ্গে থাকার পর স্ত্রী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার সমস্ত টাকা-পয়সা এবং গয়না নিয়ে চম্পট দেয়। তাই তিনি চান তাঁর স্ত্রী এবং তাঁর প্রেমিকের যেন চরম শাস্তি হয়। বদলে কিডনি বেচার ১০ লক্ষ টাকা তিনি ফেরত পেতে চান।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.