শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি আগামী দিনে হাওড়া (Howrah Station) থেকে ট্রেনে উঠবেন বলে ভাবছেন তাহলে টিকিট কাটার আগে বা যাত্রা করার আগে আজকের এই লেখাটি পড়ে নিন। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর রেল বিভাগের সাঁতরাগাছি রেলস্টেশনের ইয়ার্ড সংস্কার কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে ২০২৫ পর্যন্ত লাইন ব্লকের প্রস্তুতি চলছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়, কোটি কোটি টাকা ব্যয়ে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটি সংস্কার করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্টেশনটিকে বিশ্বমানের করে তুলতে এবং যাত্রীরা স্টেশনে বিশ্বমানের সুযোগ-সুবিধা উপভোগ করতে সক্ষম করার জন্য, রেলওয়ে কর্তৃক অনেক প্রকল্প শুরু করা হয়েছে। এই পরিকল্পনাগুলি চূড়ান্ত করার জন্য, রেলওয়ে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত লাইনটি অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে। উন্নয়ন কাজের কারণে, চক্রধরপুর, আদ্রা রাঁচি এবং খড়গপুর রেলওয়ে ডিভিশনের মধ্য দিয়ে যাওয়া কয়েক ডজন গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন এবং স্থানীয় মেমু এবং ইএমইউ ট্রেন বাতিল থাকবে।আবার বেশ কিছু ট্রেন যেগুলির হাওড়া যাওয়ার কথা সেগুলি সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে।
হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেন
পূর্ব রেল সূত্রে খবর, নতুন মাস থেকেই ট্রেন চলাচলের ব্যাপারে অনেক বদল আসতে চলেছে। এমন বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলির গন্তব্য হাওড়া হলেও, সেই সব ট্রেন সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে কিংবা সাঁতরাগাছি থেকে ছাড়বে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি থামবে বা সাঁতরাগাছি থেকে ছাড়বে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ট্রেন নম্বর 38402 পাঁশকুড়া-হাওড়া EMU সাঁতরাগাছিতে ৩ ও ৫ মে যাত্রা শেষ করবে। এছাড়াও 38905/38908 হাওড়া-আমতা-হাওড়া EMU সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতেই। এরপর ১১ ও ১৭ মে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আদ্রা এক্সপ্রেস ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, হাওড়া ভদ্রক এক্সপ্রেস-এর যাত্রাপথ খড়গপুর অবধি। এরপর ১১ মে আমতা-হাওড়া, খড়গপুর-হাওড়া, হলদিয়া-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, হাওড়া-মেদিনীপুর, মেচেদা-হাওড়ার মতো একাধিক লোকাল ট্রেনে ছাড়বে সাঁতরাগাছি থেকে। ফিরবেও সাঁতারগাছি অবধি। একই ভাবে ১৭ মে আমতা-হাওড়া আপ-ডাউন একাধিক লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতে
বাতিল থাকবে বহু ট্রেন
বাতিল হওয়া ট্রেনের মধ্যে ৫৮টি এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন, ২৫টি এক্সপ্রেস এবং লোকাল ইএমইউ এবং ২১৮টি ইএমইউ এবং মেমু ট্রেন বিভিন্ন তারিখে বাতিল করা হয়েছে। কাজের জন্য জন্য, চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের মধ্য দিয়ে যাওয়া কান্তভাজি হাওড়া, হাওড়া কান্তভাজি ইস্পাত এক্সপ্রেস, আহমেদাবাদ হাওড়া, হাওড়া আহমেদাবাদ, হাওড়া চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস, বরবিল হাওড়া বারবিল জন শতাব্দী এক্সপ্রেস সহ কয়েক ডজন ট্রেন বাতিল থাকবে। ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য, খড়গপুর, হাওড়া ইত্যাদি স্টেশনে চলাচলকারী ২৫টি ইএমএমইউ ট্রেন তাদের নির্ধারিত স্টেশনের আগেই সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে।
একইভাবে, খড়গপুর রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী ২১৮টি মেমু ইএমইউ লোকাল ট্রেন ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বিভিন্ন তারিখে বাতিল থাকবে। সাঁতরাগাছি স্টেশনের উন্নয়ন কাজ এপ্রিল এবং মে মাসে হাওড়া ভ্রমণকারী যাত্রীদের জন্য ঝামেলার কারণ হতে পারে।