প্রীতি পোদ্দার, কলকাতা: চারিদিকে দুর্নীতির বেড়াজাল যেন ছড়িয়ে রয়েছে রাজ্য জুড়ে। রেশন থেকে শুরু করে চাকরি কোনো কিছুতেই রেয়াত দিচ্ছে না দুর্নীতি। যার দরুন একের পর এক মামলা উঠছে কলকাতা হাইকোর্টে। আর সেই সকল মামলা লড়তে লড়তে রীতিমত কালঘাম ছুটছে সকলের। আর এবার সেই দুর্নীতির ছায়া দেখা গেল ‘রেল কর্মী’ দের মধ্যে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে হাওড়া ও শিয়ালদা স্টেশনে অনেক প্রতারণামূলক কাজ হচ্ছে। বেশ কয়েকজন ভুয়ো টিকিট পরীক্ষক (TTE) যাত্রীদের ঠকিয়ে টাকা আদায় করছে। আর এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিল রেল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হাওড়া স্টেশনে পাকড়াও ভুয়ো টিকিট পরীক্ষক
কিছুদিন আগেই হাওড়া স্টেশনে পাকড়াও করা হয়েছিল ভুয়ো রেলের টিকিট পরীক্ষক বা TTE কে। ঘটনাটি ঘটেছিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। খড়গপুর ডিভিশনের বাণিজ্যিক বিভাগের সিটিআই বাইনচার্জ দেবদুলাল ভট্টাচার্য ও তাঁর দল ছদ্মবেশে থাকা রাওনিত রাজশাও নামের ব্যক্তিকে ধরে ফেলেছিল। এরপর সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন যে তিনি রেলের প্রকৃত কর্মচারী নন। এবং তাঁর থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র। এরপর প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে পূর্ব রেলের আরপিএফ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে সেই দুর্নীতি যেন দ্বিতীয়বার না হয় তার জন্য রেল কর্তৃপক্ষ এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
রেলের তরফে নেওয়া হল কড়া পদক্ষেপ
সূত্রের খবর, ভুয়ো টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্য রুখতে রেলের তরফ থেকে গত সোমবারই মুখ্য টিকিট পরীক্ষদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে এখন থেকে আসল টিকিট পরীক্ষকদের কোট ও ইউনিফর্মের ভিতরে এক ধরণের আই কার্ড থাকবে। যা দিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। আর কোনো ক্ষেত্রে যদি দেখা যায় অচেনা কোনো টিকিট পরীক্ষককে স্টেশনের আশেপাশে তখনই তাকে আটক করে জেরা করতে বলা হয়েছে। জানা গিয়েছে রেল কর্মীদের এই আই কার্ড দু’এক দিনের মধ্যেই তৈরি করে দিয়ে দেওয়া হবে আসল টিকিট পরীক্ষকদের।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অন্যদিকে ভুয়ো টিকিট পরীক্ষক এর তাণ্ডব প্রসঙ্গে হাওড়ার ডিসিএম এইচ গাঙ্গুলি জানিয়েছেন, সম্প্রতি ভুয়ো রেলের টিকিট পরীক্ষক ধরার পর হাওড়াতে সক্রিয়তা বাড়ানো হয়েছে। এবং প্রত্যেক টিকিট পরীক্ষকদের সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে আরপিএফকে খবর দিতে। খড়গপুরের সিনিয়র ডিসিএম জানিয়েছে, এনিয়ে তাদের রেল নিয়মিত অভিযান শুরু করেছে। এদিকে ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনিত রাজশাওকে আরপিএফ জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, শুধু সেই নয়, আরও অনেকে রয়েছে এই চক্রে।