হাত থেকে পড়লেও ভাঙবে না, মাত্র 6699 টাকায় সলিড স্মার্টফোন আনল ইনফিনিক্স

Infinix Smart 9 HD একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসাবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। আমজনতাকে লক্ষ্য করে আনা এই ফোনে ৯০ হার্টজ ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং MediaTek প্রসেসর রয়েছে। একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো বিভিন্ন কোয়ালিটি ও সেফটি টেস্টে উত্তীর্ণ হয়েছে এটি। ফলে ফোনটি নির্ভরযোগ্য ও মজবুত। চলুন Infinix Smart 9 HD-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি-র সামনে ৬.৭৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর দ্বারা চালিত। ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে মিলবে এটি। আবার ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম থাকছে।

READ MORE:  ৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি | Best Smartphone Under 7000 Rupees

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি-র ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিং করার জন্য মিলবে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ পর্যন্ত প্রসারিত করা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন) নির্ভর এক্সওএস ১৪ কাস্টম স্কিমের সঙ্গে এসেছে।

ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হল ৫,০০০ এমএএইচ। এটি ১০ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়া, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডিটিএস পরিচালিত ডুয়াল স্পিকার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ডুয়াল সিম কার্ড সাপোর্ট, এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 Ultra ও Xiaomi 15 ভারতে লঞ্চ হল, রয়েছে মারকাটারি ফিচার | Xiaomi 15 Ultra & Xiaomi 15 Launched in India

দাম

Infinix Smart 9 HD এর দাম ৬,৬৯৯ টাকা রাখা হয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমে ৪ ফেব্রুয়ারি থেকে সেল শুরু হবে। এটি মিন্ট গ্রিন, কোরাল গোল্ড, মেটালিক ব্ল্যাক এবং নিও টাইটানিয়াম কালার অপশনে কেনা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top