হোটেল নেই, কুম্ভমেলায় গাড়িকেই দোতলা বাড়ি বানিয়ে ফেলল পরিবার, দেখুন ভিডিয়ো

১৪৪ বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলা। কিন্তু সেখানে রাত্রিবাস বা থাকার জন্য হোটেলের অভাব দেখা দিয়েছে। এই সমস্যা দেখে, গাড়িকেই বাড়ি বানিয়ে ফেলল কর্ণাটকের এক পরিবার। পাশাপাশি, সেই গাড়িতে ৬ মাস রোড ট্রিপের পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িকে বাড়িতে রূপান্তর করতে খরচ হয়েছে ২ লাখ টাকা। গোটা ঘটনায় হতবাক খোদ আনন্দ মাহিন্দ্রা।

এদিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনন্দ মাহিন্দ্রা পোস্ট করেন, “হ্যাঁ, এটা একেবারেই সত্যি যে আমি এই ধরনের পরিবর্তন এবং উদ্ভাবন দেখে মুগ্ধ। কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, যে যখন আমি মাহিন্দ্রা গাড়ির উপর নির্ভর করি, তখন আমি আরও বেশি মুগ্ধ হয়ে যাই।”

জানা গিয়েছে, গাড়িটি হল Toyota Innova। গাড়িটিকে মডিফাই করে, উপরে তাঁবু খাটিয়ে প্রায় দোতলা বাড়ির মতো বানিয়ে ফেলা হয়েছে। গাড়ির মালিক জানিয়েছেন, এটা করতে খরচ হয়েছে ২ লাখ টাকা। এর মধ্যে ১ লাখ টাকা ছাদে তাঁবু বসানোর জন্য খরচ হয়েছে, আর ১ লাখ টাকা রান্নাঘর বানানোর জন্য। শুধু তাই নয়, গাড়িতে রয়েছে সোলার প্যানেল, যা বৈদ্যুতিন সামগ্রী চার্জ করার জন্য শক্তি সরবরাহ করে।

READ MORE:  এই বাইকের প্রেমে হাবুডাবু খাচ্ছে তরুণ প্রজন্ম, দুর্দান্ত লুকস, অনবদ্য মাইলেজ, দামও সাধ্যের মধ্যে

এই দম্পতি জানিয়েছেন, তাদের কাস্টমাইজড সেটআপ পুরোপুরি কাজে লাগিয়ে দীর্ঘ সময় ধরে কুম্ভ মেলায় থাকার পরিকল্পনা করছেন। অনুষ্ঠানের পর, তারা ছয় মাসের রোড ট্রিপে নেপালে যাওয়ার পরিকল্পনা করছেন। গাড়ির মালিক যিনি নিজে আনন্দ মাহিন্দ্রার একজন ভক্ত, মাহিন্দ্রার কর্ণধার ভবিষ্যতের যাত্রার জন্য উৎসাহ প্রকাশ করেছেন।

অন্যদিকে, স্ত্রী জানিয়েছেন যে তারা তাদের রান্নার প্রয়োজনের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই তাজা-সবজি সংগ্রহ করেন। ইতিমধ্যে “দেশি জুগার” হিসাবে এই ভিডিয়োটি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এটিকে একটি “আদৰ্শ ক্যাম্পিং ভ্যান” বলে আখ্যা দিয়েছেন নেটিজেনদের একাংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  যেমন মাইলেজ, তেমন লুকস, ফেব্রুয়ারিতে বাজারে আসছে তিনটি চোখ ধাঁধানো গাড়ি

Scroll to Top