লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরার সঙ্গে সেরা স্মার্টফোন আনছে Oppo, লঞ্চ হবে শীঘ্রই

Published on:

Oppo Find X8 সিরিজের অধীনে ইতিমধ্যেই দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। আবার এই লাইনআপের সবচেয়ে টপ মডেল Find X8 Ultra বাজারে আসতে বেশি দিন লাগবে না বলে শোনা যাচ্ছে। এছাড়াও, সূত্রের তরফে দাবি করা হয়েছে, Find X8 Mini নামে ওপ্পোর এই সিরিজের আরও একটি হ্যান্ডসেট এপ্রিলে লঞ্চ হবে। তবে এখানেই শেষ নয়, এখন Oppo Find X8S অনলাইনে লিক হয়েছে।

Oppo Find X8S: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো-তে Oppo Find X8S নামের একটি নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এটি লাইনআপের চূড়ান্ত মডেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, এই ফোনে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে, যেখানে Find X8 সিরিজের অন্যান্য মডেলে ৬.৭৮ ইঞ্চি প্যানেল বর্তমান। ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং এবং ওয়াটার রেজিট্যান্স অফার করবে।

READ MORE:  Flipkart OMG Sale: দাম কমলো Samsung, Motorola, Google ও iPhone 16 ফোনের, এখান থেকে কিনুন | Smartphones Price Drop

Find X8S-এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,৭০০ এমএএইচ এর থেকেও বেশি হবে, যেখানে স্ট্যান্ডার্ড X8 ও X8 Pro যথাক্রমে ৫,৬৩০ এমএএইচ ও ৫,১৯০ এমএএইচ ব্যাটারিতে চলে। আকার-আকৃতির কথা বললে, ফোনটির পুরুত্ব হবে ৮.১৫ মিমি। ওজন প্রায় ১৮৭ গ্রাম হওয়ার সম্ভাবনা। বেজেল ১.৩৮ মিমির থেকেও কম হবে। ফোনটিতে হ্যাসেলব্ল্যাড পেরিস্কোপ সেন্সর থাকার কথাও বলা হয়েছে। তবে বিস্তারিত তথ্য এই মুহূর্তে অজানা।

READ MORE:  50+50+50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে Oppo Find X8 Mini

আগের কিছু লিক থেকে জানা গিয়েছে, ওপ্পোর ৬.৩ ইঞ্চি ফ্ল্যাগশিপ অর্থাৎ এই স্মার্টফোনে এলটিপিও ডিসপ্লে প্যানেল থাকতে দেখা যাবে, যার রেজোলিউশন হবে ১.৫K। রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকবে। এটি ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করতে পারে। ওপ্পো এলার্ট স্লাইডারের পরিবর্তে এতে একটি নতুন তিন-স্তরের পুশ বোতাম রাখতে পারে।

READ MORE:  বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.