লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১ বার চার্জ দিলেই ৩২০ কিমি চলবে, Ola-এর ইলেকট্রিক স্কুটার বাজারে বিপ্লব নিয়ে আসলো

Published on:

ইলেকট্রিক স্কুটারের বাজারে ইতিহাস সৃষ্টি করল Ola। নতুন ৩টি জেনারেশনের স্কুটারে নিয়ে এসেছে এই সংস্থা, যেখানে একবার চার্জ দিলেই সর্বাধিক ৩২০ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রয়েছে। এই সিরিজের অন্তর্ভুক্ত স্কুটারগুলির মধ্যে রয়েছে Ola S1 Pro, Ola S1 Pro Plus, Ola S1X এবং Ola S1X Plus।

নতুন সিরিজের বৈশিষ্ট্য

Ola এর জেনারেশন ৩ সিরিজের এই স্কুটারগুলিতে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই নতুন স্কুটারগুলিতে যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  1. মিড ড্রাইভ মোটর- আগের হাব মোটরের পরিবর্তে এখন আনা হয়েছে মিড ড্রাইভ মোটর।
  2. ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট (IMCU)- আরো উন্নত পারফরমেন্সের জন্য এই মোটর কন্ট্রোল ইউনিট বিশেষ ভূমিকা রাখবে।
  3. অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)- নিরাপত্তার জন্য এই বিশেষ ব্রেকিং ফিচারটি যুক্ত করা হয়েছে।
  4. ব্যাটারি- ২ কিলোওয়াট থেকে ৫.৩ কিলোওয়াট পর্যন্ত বিকল্প ব্যাটারির সুবিধা মিলবে।
READ MORE:  সরকারি কর্মচারীদের জন্য নতুন স্কিম! ১ এপ্রিল থেকে পেনশনে পাবেন বাড়তি সুবিধা

স্কুটারের মডেল এবং ফিচার

১) Ola S1 Pro

  • ব্যাটারি- ৩ এবং ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
  • দাম- ৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,১৪,৯৯৯ টাকা ও ৪ কিলোওয়াট স্কুটারের দাম ১,৩৪,৯৯৯ টাকা।
  • গতি- সর্বোচ্চ ১২৫ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
  • মাইলেজ- এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।
  • এক্সিলারেশন- এই স্কুটারে ০-৪০ কিমি/ঘণ্টা তুলতে সময় লাগে মাত্র ২.৭ সেকেন্ড।

২) Ola S1 Pro Plus

  • ব্যাটারি- ৪ এবং ৫.৩ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
  • দাম- ৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,৫৪,৯৯৯ টাকা এবং ৫.৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,৬৯,৯৯৯ টাকা।
  • গতি- সর্বোচ্চ ১৪১ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
  • মাইলেজ- এই স্কুটার এক চার্জে ৩২০ কিমি চালানো যাবে।
  • এক্সিলারেশন- এই স্কুটারে ০-৪০ কিমি/ঘণ্টা তুলতে সময় লাগে মাত্র ২.১ সেকেন্ড।
READ MORE:  দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন? টাকা কবে ঢুকবে ঘরে বসে দেখে নিন

৩) Ola S1X

  • ব্যাটারি- ২, ৩ এবং ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
  • দাম- ২ কিলোওয়াট স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা, ৩ কিলোওয়াট স্কুটারের দাম ৮৯,৯৯৯ টাকা এবং ৪ কিলোওয়াট স্কুটারের দাম ৯৯,৯৯৯ টাকা
  • গতি- সর্বোচ্চ ১২৩ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
  • মাইলেজ- এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।

৪) Ola S1X Plus

  • ব্যাটারি- ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
  • দাম- এই স্কুটারের দাম ১,০৭,৯৯৯ টাকা।
  • গতি- সর্বোচ্চ ১২৫ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
  • মাইলেজ- এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।
READ MORE:  Password Security: পাসওয়ার্ড চুরি যাওয়ার ভয় নেই, কীভাবে নিরাপদ কীবোর্ড ব্যবহার করবেন | Secure Keyboard

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা 

Ola সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন ইলেকট্রিক স্কুটারগুলির দাম আগের তুলনায় ৩১ শতাংশ কমানো হয়েছে। ফলে ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে এটি আরো বেশি লাভজনক হবে। Ola এর এই নতুন স্কুটার সিরিজ ইলেকট্রিক জগতে বিপ্লব আনতে চলেছে।

সাশ্রয়ী দাম, উন্নত প্রযুক্তি ও দীর্ঘ মাইলেজের জন্যে এটি দেশের ইলেকট্রিক স্কুটারের বাজারে অন্যতম সেরা একটি বিকল্প হতে পারে। তাই আপনি যদি সাশ্রয়ী এবং উন্নতি প্রযুক্তির স্কুটার খুঁজে থাকেন তাহলে Ola এর এই নতুন সিরিজ আপনার জন্য দারুন হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.