লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১ লাখ কোটি টাকার রফতানি, দুনিয়াজুড়ে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোনের জয়জয়কার

Published on:

উৎপাদন এবং বিক্রি দুই বিভাগেই অ্যাপলের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে ভারত। কেন্দ্রীয় সরকারের উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (PLI) প্রকল্পের উপর নির্ভর করে, অ্যাপল চলতি আর্থিক বছরে, ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) দেশ থেকে সর্বকালের সর্বোচ্চ ১ লক্ষ কোটি টাকা আইফোন রফতানির মাইলফলক অতিক্রম করেছে।

পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে আইফোন রফতানি হয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকার, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চলতি অর্থবছরের (এপ্রিল-জানুয়ারি ২০২৫) ১০ মাসে দেশ থেকে সামগ্রিক আইফোন রফতানি, গত অর্থবছরের একই সময়ের (৭৬,০০০ কোটি টাকা) তুলনায় ৩০ শতাংশেরও বেশি।

READ MORE:  Blinkit starts Delivery iPhone MacBook: ১০ মিনিটেই আইফোন, আইপ্যাড সহ সমস্ত Apple প্রোডাক্টের ডেলিভারি, নয়া পরিষেবা ব্লিঙ্কিটের | Blinkit Deliver Apple Product 10 minutes Select Cities

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “পিএলআই স্কিমের অধীনে আরেকটি রেকর্ড পারফরম্যান্স। পিএলআই-এর ফলে আইফোন রফতানি অর্থবছর ২০২৫-এর মাত্র ১০ মাসে ১ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে।”

তিনি আরও বলেন, “২০২৫ অর্থবছরে মোট স্মার্টফোনের বাজার ২.২৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।” উল্লেখ্য, এই মুহূর্তে দেশে প্রতি বছর ৩২.৫ কোটি ৩৩ কোটির বেশি মোবাইল ফোন তৈরি করা হচ্ছে এবং গড়ে প্রায় ১০০ কোটি মোবাইল ফোন ব্যবহার করা হয়।

READ MORE:  ভারতেই আস্থা Apple এর, আইফোনের পর এবার তৈরি হবে AirPods

অ্যাপলের সিইও টিম কুক গত মাসে জানিয়েছিলেন যে, “ ভারত অ্যাপলের জন্য একটি বিশাল বাজার এবং আমরা ডিসেম্বরের শেষে বৃদ্ধির রেকর্ড অর্জন করেছি, যেখানে ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে আইফোন দেশের শীর্ষ বিক্রি হওয়া মডেল ছিল।”

তিনি আরও বলেন যে, ডিসেম্বরের শেষে আইফোন ভারতে শীর্ষ বিক্রিত মডেল ছিল। পরিসংখ্যান অনুসারে, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং ছোট শহরগুলিতে প্রিমিয়ামাইজেশন প্রবণতা বৃদ্ধির উপর নির্ভর করে, ২০২৪ সালে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে ৭ শতাংশ দখল করেছে।

READ MORE:  iPhone 16e Sales: ভারতেই আস্থা অ্যাপলের, দেশে তৈরি নতুন iPhone 16e বিক্রি হবে বিদেশেও | iPhone 16e Made in India Assembled

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.