লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১০ মিনিটে বাড়ির দুয়ারে Samsung Galaxy S25, অ্যামাজন ও ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ BigBasket এর

Published on:

এআই চালিত দুরন্ত স্মার্টফোন এনে বাজার কাঁপিয়েছে Samsung। গত মাসে লঞ্চ হয়েছে Galaxy S25 সিরিজ। এই ফোন নিয়ে টেক দুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। এবার মুদি-সামগ্রী ডেলিভারি সংস্থা BigBasket দাবি করল, যারা এই ফোন তাদের প্ল্যাটফর্ম থেকে অর্ডার করবেন, তাদের ১০ মিনিটে ডেলিভারি দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে, BigBasket, Blinkit, Swiggy Instamart এর মতো অ্যাপগুলি ১০ মিনিট ডেলিভারি পরিষেবা চালু করে সাড়া ফেলেছে ইন্টারনেটে। এছাড়া আরও অনেক অ্যাপ ইনস্ট্যান্ট ডেলিভারির আকর্ষণীয় সুবিধা দিচ্ছে গ্রাহকদের। এদিন, কুইক কমার্স সংস্থা BigBasket দাবি করেছে, কাল থেকে প্ল্যাটফর্মে পাওয়া যাবে Samsung Galaxy S25। ব্যবহারকারীরা বাড়িতে থেকেই স্মার্টফোন অর্ডার করতে পারবেন এবং সেটি ১০ মিনিটের ভিতরে ডেলিভারি করা হবে।

READ MORE:  Oppo Find X8 Ultra: ছবি লাগবে DSLR-এর মতো!পাঁচটি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Find X8 Ultra | Oppo Find X8 Ultra Launch Date

টাটা গ্ৰুপ মালিকাধীন কুইক কমার্স সংস্থা BigBasket। ৭ ফেব্রুয়ারি থেকে Galaxy S25 সিরিজের বিক্রি শুরু করবে সংস্থা। এই প্ল্যাটফর্মে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট EMI এর সুবিধাও পাওয়া যাবে। মাসিক কিস্তির মাধ্যমে ফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তবে কোন কোন এলাকায় এই ফোনটি উপলব্ধ থাকবে, তা এখনও জানায়নি সংস্থাটি।

READ MORE:  Infinix Note 50x 5G Plus Launched: সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফোন আনল Infinix, দুর্ধর্ষ ফিচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Infinix Note 50x 5G Plus Price India

উল্লেখ্য, Samsung Galaxy S25 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ হয়েছে – Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra। দামের কথা যদি বলি, তাহলে Galaxy S25 এর ভ্যানিলা মডেলের দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। Galaxy S25+ এর দাম শুরু ৯৯,৯৯৯ টাকা থেকে। আর Galaxy S25 Ultra এর দাম শুরু ১,২৯,৯৯৯ টাকা থেকে।

READ MORE:  Oppo Reno 14 Pro Render: 50MP পেরিস্কোপ ক্যামেরা সহ Oppo Reno 14 Pro শীঘ্রই বাজারে আসছে, ছবি প্রকাশ্যে | Oppo Reno 14 Pro Design

এগুলি বেস মডেলের দাম। পাওয়া যাবে কাস্টম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম অপারেটিং সিস্টেম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.