লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১০ মিনিটে ১০০০০০০০০ টাকার লোন! বিরাট অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির Jio

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কর্পোরেট দুনিয়ায় এক অন্যতম প্রভাবশালী ব্যক্তির নাম মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এবার তিনি এক অভিনব পদক্ষেপের দিকে পা বাড়ালেন, যা চমকে দিয়েছে গোটা দেশকে। এবার তিনি পা রাখলেন ডিজিটাল ঋণ পরিষেবার (Digital Loan Service) জগতে। তাও কিনা এমন এক সুবিধা নিয়ে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য হতে চলেছে বিরাট আশীর্বাদ। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই নতুন পরিষেবা?

রিলায়েন্স গ্রুপের আর্থিক শাখা Jio Financial Limited (JFL) সম্প্রতি Loan Against Securities (LAS) নামের এক নতুন পরিষেবা লঞ্চ করেছে। সূত্র বলছে, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাদের শেয়ার বা মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে খুব সহজেই ১ কোটি টাকা লোন পাবেন, তাও নাকি মাত্র ১০ মিনিটে। কি অবাক লাগছে শুনতে? কিন্তু এমনটাই সত্যি। আর এই পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল, নিরাপদ এবং OTP ভিত্তিক। 

READ MORE:  ফের নিজেদের সবথেকে পুরনো সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও! ২০০ টাকার কমে মিলবে ২ জিবি ডেটা

কোথা থেকে পাওয়া যাবে এই লোন?

দ্রুত এই লোন পাওয়ার প্রক্রিয়াটি পরিচালনা করবে Jio Financial Limited (JFL) এর নিজস্ব JioFinance অ্যাপ। গ্রাহকরা নিজে থেকেই তাদের ডিম্যাট অ্যাকাউন্টে থাকা সিকিউরিটিজ দিয়ে এই লোন নিতে পারবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সুদের হার এবং মেয়াদ

বেশ কিছু সূত্র বলছে, এই লোনে সুদের হার শুরু হচ্ছে মাত্র ৯.৯৩% থেকে। তবে বলে রাখি, গ্রাহকদের ঝুঁকি প্রোফাইল অনুযায়ী সুদের হার পরিবর্তন হতে পারে। এখানে ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত। তবে কোনরকম ফোর-ক্লোজার চার্জ নেই। তাই এই সুযোগে বিনিয়োগকারীরা অল্প সময়ের জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারবেন, আবার দীর্ঘমেয়াদে বিনিয়োগও থাকবে অক্ষত।

READ MORE:  JioHotstar Plan: ২৯৯ টাকায় ৯০ দিন! IPL-র জন্য ধামাকা অফার আনল Jio | Jio Dhamaka Offer For IPL 2025

JFL-র মূল উদ্দেশ্য কী?

Jio Financial Ltd-এর MD ও CEO কুশল রায় সম্প্রতি জানিয়েছেন, “এই LAS পরিষেবা আমাদের ডিজিটাল কৌশলের একটি অংশ। আমাদের উদ্দেশ্য, ফাইনান্সিয়াল সার্ভিসকে আরো সহজ, কার্যকর এবং গ্রাহককেন্দ্রিক করে তোলা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ যেন দ্রুত এবং নিরাপদভাবে অর্থনৈতিক পরিষেবা গ্রহণ করতে পারে। তাই এই অভিনব পদক্ষেপ।” 

READ MORE:  Jio প্ল্যানের দাম 100 টাকা বৃদ্ধি! জেনে নিন নতুন মূল্য ও সম্পূর্ণ ডিটেইলস

আরো বেশ কিছু সুবিধা মিলছে JioFinance অ্যাপে

JioFinance অ্যাপে শুধুমাত্র লোন নয়, গ্রাহকদের জন্য আরও বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল টুল যুক্ত করা হচ্ছে এখানে। এর মধ্যে UPI পেমেন্ট, মানি ট্রান্সফার, সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল গোল্ড কেনাবেচা, ইনসুরেন্স, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ট্র্যাকিং ইত্যাদি।

Jio Financial Limited (JFL) এর এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে ডিজিটাল জগতে বড়সড় ভূমিকা রাখবে। মাত্র কয়েক মিনিটে ১ কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া আজ বাস্তবে পরিণত হচ্ছে, তা বুঝিয়ে দিলেন মুকেশ আম্বানি। তাই যারা বিনিয়োগের মাধ্যমে লাভবান হচ্ছেন, এবার তারা বিনিয়োগকেই ব্যবহার করে পেতে পারেন বিপুল পরিমাণে লোন। তাও নিজের ঘরে বসে মাত্র কয়েক মিনিটে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.