লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১০ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে Redmi, Vivo, OnePlus স্মার্টফোন, চমকে দিল Swiggy Instamart | Swiggy Instamart 10 Minutes Smartphones Delivery Service Launched

Published on:

আইফোন ১৬ই, অ্যান্ড্রয়েড ফোন যেমন, স্যামসাং গ্যালাক্সি, ওয়ানপ্লাস নর্ড ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে বাড়ির দোরগোড়ায়।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: সাবান, তেল, শ্যাম্পু, আটা, ময়দা ও সবজির মতো এবার ১০ মিনিটে স্মার্টফোন পৌঁছে যাবে আপনার বাড়ির ঠিকানায়। নতুন পরিষেবা চালু করল অনলাইন মুদি সামগ্রী ডেলিভারি অ্যাপ সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart)। আপাতত, বড় ১০টি শহরে এই উদ্যোগ চালু করেছে সংস্থাটি। দাবি করা হয়েছে, iPhone 16e, অ্যান্ড্রয়েড ফোন যেমন, Samsung Galaxy, OnePlus Nord ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে বাড়ির দোরগোড়ায়।

READ MORE:  সরকারের বড় অ্যাকশন, ১৭ লাখ WhatsApp অ্যাকাউন্টের সাথে ব্লক করা হল হাজার হাজার IMEI নম্বর | Indian Govt Blocked 17 lakhs WhatsApp Account

যে সব ক্রেতারা উপহার বা ডিভাইস আপগ্রেড করার জন্য এই প্ল্যাটফর্মে ভিজিট করছেন তাদের জন্য নয়া পরিষেবাটি চালু করা হয়েছে। মূলত এই ধরনের গ্রাহকদেরই মাথায় রেখে আনা হয়েছে পরিষেবাটি। সুইগি ইন্সটামার্টের (Swiggy Instamart) স্মার্টফোন ডেলিভারি পরিষেবা বর্তমানে – বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ফরিদাবাদ, নয়ডা, গুরগাঁও, কলকাতা, হায়দরাবাদ এবং পুনেতে পাওয়া যাচ্ছে।

READ MORE:  ১০ মিনিটে বাড়ির দুয়ারে Samsung Galaxy S25, অ্যামাজন ও ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ BigBasket এর

আগামীদিনে আরও বেশ কিছু শহরে পরিষেবা সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। শুধু দ্রুত ডেলিভারি নয়, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো এখানেও ব্যাঙ্ক ছাড় ও বিভিন্ন অফার পাওয়া যাবে। OnePlus Nord CE 4 Lite-এর মতো জনপ্রিয় মডেল থেকে শুরু করে iPhone 16e-এর মতো প্রিমিয়াম বিকল্পগুলি উপলব্ধ রয়েছে সুইগি ইন্সটামার্টে।

এই তালিকায় রয়েছে Redmi 14C, Motorola, Oppo, Vivo এবং Realme এর একাধিক স্মার্টফোন। যা ক্রেতাদের বিভিন্ন চাহিদা এবং বাজেটের কথা মাথায় রাখে। এছাড়াও, ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারী ১১,৪৯৯ টাকার বেশি মোবাইল ফোন অর্ডারে ৫% (৪০০০ টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন।

READ MORE:  ডবল ধামাকা! জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও সবচেয়ে বড় ব্যাটারি সহ আসছে Xiaomi Mix Flip 2

এদিন এই বিষয়ে, প্ল্যাটফর্মের ফোন ডেলিভারি পরিষেবা সম্পর্কে সুইগি ইন্সটামার্টের সিইও অমিতেশ ঝা বলেন, “ভারতীয় ক্রেতারা বিচক্ষণ এবং তারা ঠিক কী চান তা জানেন, এবং এই পরিষেবাটি সেই লক্ষ্য অর্জনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.