লেটেস্ট খবর মুখ্য সংবাদ মোবাইল অটোকার টেলিকম গ্যাজেট গাইড প্রযুক্তি অন্যান্য আপডেট

১৬১ বছর পর ভোল বদল! শিয়ালদহ স্টেশন এবার হবে বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার প্রাণভোমরা শিয়ালদা স্টেশন (Sealdah Station)। এবার দেশের ব্যস্ততম এই স্টেশন এক নতুন রূপে ধরা দিতে চলেছে। ১৬১ বছর পর পুরনো এই স্টেশন পাবে একেবারে আধুনিক লুক। অমৃত ভারত প্রকল্পের আওতায় শুরু হয়েছে শিয়ালদহ স্টেশনের কাজ। রেল কর্তৃপক্ষ দাবি করছে, কাজ শেষ হলে শিয়ালদহ স্টেশন ঠিক বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

২৭ কোটি টাকার বাজেটে বদলাবে শিয়ালদহ স্টেশন

কলকাতার অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। প্রতিদিন লাখো লাখো মানুষ এই স্টেশনে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিল স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, বিশ্রাম কক্ষ, শৌচাগার সবকিছুই অপরিষ্কার এবং বিশৃঙ্খলায় ভরা। এবার সেই সমস্যা মিটতে চলেছে। জানা যাচ্ছে, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে শিয়ালদহ স্টেশনের উন্নয়নের জন্য ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে বরাদ্দ হয়েছে ৮.৫ কোটি টাকা, যা দিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। 

READ MORE:  বিহার, ওড়িশার চেয়েও খারাপ দশা বাংলার! GST থেকে আয়ে কত নম্বরে পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

কী কী পরিবর্তন আসবে শিয়ালদহ স্টেশনে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, স্টেশনে ঢোকার এবং বেরোনোর পথ আলাদা করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। নতুন লুক আনতে বাইরের পরিকাঠামোতেও বড়সড় পরিবর্তন আনা হবে। পাশাপাশি বিশ্রামকক্ষ এবং শৌচাগারগুলি সংস্কার করে আন্তর্জাতিক মানের করা হবে। এখানেই শেষ নয়। স্টেশনে বসবে অত্যাধুনিক LED ডিসপ্লে, যাতে যাত্রীরা সহজে ট্রেনের আপডেট পেতে পারেন। এছাড়া প্ল্যাটফর্মের আলোকসজ্জাকেও আরো উন্নত করা হবে। সূত্র বলছে, শিয়ালদহ স্টেশনকে একেবারে বিশ্বমানের করে তোলা হবে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভিড় কমাতে নতুন পরিকল্পনা

শিয়ালদহ স্টেশনের সব থেকে বড় সমস্যা হল অতিরিক্ত যাত্রী এবং যানজট। ব্যস্ত সময়ে প্লাটফর্ম থেকে বের হতে রীতিমতো কালঘাম ছোটে যাত্রীদের। এবার সেই সমস্যা সমাধান করতে চলেছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ড সারানোর পরিকল্পনা চলছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য নতুন জায়গা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা চালাচ্ছে রেল।

READ MORE:  IRCTC Profit: টিকিট দূর, শুধু জল বিক্রি করেই বাজিমাত! মাত্র ৩ মাসে কোটি কোটি টাকা আয় IRCTC-র | Indian Railway Catering And Tourism Corporation Income 96 Core From Selling Rail Neer

দমদম স্টেশনেও হবে উন্নয়ন

শুধু শিয়ালদহ নয়। বরং, দমদম স্টেশনও পাবে এক আধুনিক রূপ। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন এই স্টেশনে। এই স্টেশনের মাধ্যমে মেট্রো থেকে শুরু করে লোকাল ট্রেনে যাতায়াত করেন সাধারণ যাত্রীরা। তাই এই স্টেশনেও যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু উন্নয়ন করা হতে পারে বলে সূত্রের খবর। 

কবে শেষ হবে কাজ?

রেলের পরিকল্পনামাফিক কাজ হলে প্রথম মাপের কাজ খুব দ্রুত শেষ হবে। তবে পুরো স্টেশনের উন্নয়ন সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। রেলের আধিকারিকরা বলছে, যানজট নিয়ন্ত্রণ, নতুন প্রবেশপথ তৈরি এবং স্টেশনের পরিকাঠামো নতুন করে সাজাতে আরো পরিকল্পনা করা হচ্ছে। 

READ MORE:  Tomorrow's Weather: সরস্বতী পুজোর আগেই বাড়বে গরম, বিদায় নেবে শীত? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Forecast
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.