লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাবে Vivo X200 Ultra, থাকবে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম

Published on:

ভিভোর নতুন স্মার্টফোন, Vivo X200 Ultra শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও ফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে নতুন একটি রিপোর্টে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। জানা গেছে, Vivo X200 Ultra স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি Vivo X100 Ultra এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে।

READ MORE:  Xiaomi 15s Pro Camera: এপ্রিলে আরও এক প্রিমিয়াম ফোন লঞ্চ করবে Xiaomi, ক্যামেরা-প্রসেসর হবে বড় আকর্ষণ | Xiaomi 15s Pro Features

Vivo X200 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে ভিভো এক্স২০০ আল্ট্রার ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তার পোস্ট অনুসারে, ডিভাইসে পাতলা বেজেল এবং সামান্য কার্ভড এজ সহ ৬.৮ ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। পিছনে পাওয়া যাবে গোলাকার ক্যামেরা আইল্যান্ড, যার মধ্যে থাকবে ১/১.২৮ ইঞ্চি সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১/১.২৮ ইঞ্চি সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং ১/১.৪ ইঞ্চি সেন্সরযুক্ত ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

READ MORE:  ধামাকা সেলে সস্তায় Realme-র 5G স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি

এদিকে ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ২৪ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ২ টিবি UFS 4.0 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটেড বিল্ড এবং ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি, Vivo X200 Ultra কে Vivo X200 এবং X200 Pro এর হাই-এন্ড ভ্যারিয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। উভয় মডেল অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল এবং আশা করা হচ্ছিল শীঘ্রই এগুলি বিশ্ব বাজারে পা রাখবে। সেক্ষেত্রে এপ্রিলে Vivo X200 Ultra লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য গত মে মাসে Vivo X100 Ultra লঞ্চ হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  অর্ধেক দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, Realme ও Samsung ফোন, এখানে অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.