২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi সহ Samsung ফোন, ২০ হাজার টাকার কমে সেরা মোবাইল | 200 Megapixel Camera smartphone Under 20000

বাজারে ২০,০০০ টাকার কম দামে এখন একাধিক ফোন উপস্থিত। ফলে এর মধ্যে থেকে সেরা ডিভাইস বেছে নেওয়া কঠিন। তবে আপনি চিন্তা করবেন না। কারণ আপনাকে সাহায্য করার জন্য আমরা আছি। এই প্রতিবেদনে আমরা ২০ হাজার টাকার কমে জনপ্রিয় কয়েকটি স্মার্টফোনের বিষয়ে বলবো। এদের মধ্যে আছে Poco, Redmi, Samsung ব্র্যান্ডের ফোন।

২০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোন

Poco X6 Pro

আপনি যদি ২০ হাজার টাকার কমে ফোন কিনতে চান তাহলে পোকোর এই মডেলটি বেছে নিতে পারেন। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসরের সাথে এসেছে। এই স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এবং এর দাম ১৯,৯৯৯ টাকা।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নতুন ফোন আনছে Samsung, থাকবে চারটে ক্যামেরা, দাম ফাঁস

Poco X6

পোকোর ফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেয় এবং এতে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা উপস্থিত। আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ডিভাইসটি ক্রেতারা ১৭,৯৯৮ টাকায় কিনতে পারবেন।

Redmi Note 14

রেডমি নোট ১৪ ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ১৭,৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

READ MORE:  Snapdragon 8 Elite 2: অ্যাপলকে পঁচিশ সালেই টপকে যেতে পারে Xiaomi, কী ভেল্কি দেখাবে এই চীনা সংস্থা? | Xiaomi 16 Ultra Specification

Redmi Note 13 Pro

শাওমির নোট সিরিজের এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর আছে এবং এর দাম ১৮,৯৩০ টাকা।

Samsung Galaxy A16 5G

স্যামসাং এ সিরিজের ডিভাইসটির দাম ১৪,৪৯০ টাকা এবং পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর আছে। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

READ MORE:  Nothing Phone 3a লঞ্চ হচ্ছে 4 মার্চ? বড় ইঙ্গিত দিল ফ্লিপকার্ট

Scroll to Top