লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২৪ ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা, এই কাজ না করলে টাকা পাবেন না

Published on:

পিএম কিষাণ যোজনার অধীনে ১৯তম কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকরা। তাঁদের জন্যই এই সুখবর। জানা গিয়েছে, শীঘ্রই ১৯তম কিস্তি প্রদান করবে কেন্দ্র।

কৃষকরা কত টাকা পাবেন?

পিএম কিষাণ যোজনার অধীনে, সরকার প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা প্রতি চার মাস অন্তর ২০০০ টাকার তিনটি কিস্তিতে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১৮টি কিস্তি পাঠানো হয়েছে, যার মধ্যে ১৮তম কিস্তি ১৫ অক্টোবর, ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। পরবর্তী কিস্তি তাহলে কবে আসবে?

পিএম কিষাণ যোজনার সুবিধা কারা পেতে পারেন?

পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে, কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে:

  • কৃষক সরকারি কর্মচারী হতে পারবেন না।
  • যদি কৃষক আয়কর প্রদান করেন, তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য নন।
  • পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারেন।
  • কিস্তি পেতে ই-কেওয়াইসি পূরণ করা আবশ্যক।
  • ই-কেওয়াইসি ছাড়া, টাকা দেরিতে আসতে পারে বা প্রসেসও না করা হতে পারে।
READ MORE:  PPF Income: মাসে ৯০ হাজার টাকা করমুক্ত আয়, PPF-এ বিনিয়োগ করলে অবসর জীবন হবে মধুর | Public Provident Fund Income

ই-কেওয়াইসি কীভাবে সম্পন্ন করবেন?

কৃষকরা যদি সময়মতো ১৯তম কিস্তি পেতে চান, তাহলে তাদের ই-কেওয়াইসি পূরণ করতে হবে। এটি করার জন্য:

  • প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা নিকটতম সিএসসি (সাধারণ পরিষেবা কেন্দ্র) যান।
  • সেখানে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

কিস্তি এসেছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন?

কৃষকরা অফিসিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের কিস্তির স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। কীভাবে পরীক্ষা করবেন তা এখানে দেওয়া হল:

  • ওয়েবসাইটে ‘Kisan Corner’-এ যান।
  • ‘Beneficiary Status’-এ ক্লিক করুন।
  • আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর লিখুন।
  • ‘Get Data’-এ ক্লিক করুন।
  • আপনার কিস্তির বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।
READ MORE:  WB Land Dept. Clerk Recruitment 2025: রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন, ভূমি দফতরে একাধিক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার | Government Of West Bengal Job

সমস্যা হলে কী করবেন?

কৃষকরা যদি তাঁদের কিস্তির ক্ষেত্রে কোনও সমস্যা বা সমস্যায় পড়েন, তাহলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন:

  • হেল্পলাইন নম্বর: ১৫৫২৬১ অথবা ১৮০০১১৫৫২৬ (টোল-ফ্রি)।
  • অন্যান্য নম্বর: ০১১-২৩৩৮১০৯২।
  • ইমেল: [email protected]।

কবে পাবেন টাকা?

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে ১৯তম কিস্তি প্রদান করতে পারেন বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি অনুষ্ঠানের সময় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন বলে আশা করা হচ্ছে।

READ MORE:  ফোন হারিয়ে গেছে? চুটকিতে Jio সিম ব্লক করার উপায় দেখে নিন

তাই আপনিও যাতে টাকা পেয়ে যান, তা নিশ্চিত করার জন্য, নিজেদের ই-কেওয়াইসি পূরণ করে ফেলুন। যদি না করে থাকেনয, তাহলে কিস্তি বিলম্বিত হতে পারে। আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করে দেখুন এবং প্রয়োজনীয় কাজগুলি সময়মতো সম্পন্ন করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.