লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৪জি ও ৫জি নিয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে BSNL? টেলিকম শিল্পে বাজিমাত করার লড়াই

Updated on:

দেশজুড়ে ৪জি পরিষেবা উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। টেলিকম শিল্পে টিকে থাকতে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ৪জি সাইট স্থাপন করেছে কোম্পানি। লক্ষ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ১ লক্ষ ৪জি সাইট স্থাপন করা। ৪জি-এর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন ৫জি নিয়ে কী ভাবছে কোম্পানি?। চলুন জেনে নেওয়া যাক।

২০২৫ সালেই পাওয়া যাবে BSNL এর ৪জি পরিষেবা

এদিন, X হ্যান্ডেলে বিএসএনএল জানিয়েছে, তারা সফল ভাবে একাধিক শহরে ৪জি টাওয়ার স্থাপন করেছে। এই বছরের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় বিএসএনএল। আরও উন্নত কানেকশন পাওয়া যাবে, তাদের নতুন টাওয়ারের মাধ্যমে।

READ MORE:  বিনামূল্যে IPL দেখতে পাবে Airtel ও VI গ্রাহকরা, কথা চলছে JioHotstar এর সাথে | Jio Talking with Airtel VI

৩জি পরিষেবা বন্ধ করা হয়েছে

টেলিকম কোম্পানিটি ৩জি নেটওয়ার্ক বন্ধ করার জন্য কাজ করছে। বিহার-সহ আরও বেশ কয়েকটি টেলিকম সার্কেলে আনুষ্ঠানিকভাবে সেই পরিষেবা বাতিল করা হয়েছে।

৫জি ভিশন

শুধু ৪জি আনলে হবে না, আনতে হবে ৫জি। ইতিমধ্যে জিও ও এয়ারটেল সেই পরিষেবা দিতে শুরু করেছে গ্রাহকদের। বিএসএনএলের দাবি, ৪জি সাইট স্থাপনের কাজ শেষ হলে, পুরো দমে শুরু হবে ৫জি টাওয়ার স্থাপনের কাজ। এর জন্য TCS এর সঙ্গে যৌথভাবে কাজ করছে কোম্পানি। সরকারের তরফ থেকে নানা ভাবে সহযোগিতা করা হচ্ছে।

READ MORE:  Airtel এর পাঁচ পয়সা উসুল প্ল্যান, ৫০ টাকার কমে যতখুশি ইন্টারনেট ডেটা

৫জি-এর দৌড়ে জিও, এয়ারটেলের পাশাপাশি থাকতে পরিকাঠামোগত উন্নয়ন ভীষণ জরুরি বলে মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে নির্দিষ্ট তহবিল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। কেন্দ্রের দাবি, দেশীয় প্রযুক্তির উপর ভর করে ৫জি পরিষেবা দেবে বিএসএনএল।

IFTV পরিষেবা ও ভুয়ো টাওয়ার ইন্সটল নিয়ে সতর্কতা

ইতিমধ্যে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাত এবং রাজস্থানে চালু করা হয়েছে ইন্টারনেট ফাইবার টিভি পরিষেবা (IFTV)। যেখানে বিনামূল্যে সেট টপ বক্স ছাড়া ৫০০টি টিভি চ্যানেল উপভোগ করা যাবে। এছাড়াও, ভুয়ো টাওয়ার ইন্সটলেন ও আর্থিক প্রতারণা নিয়েও গ্রাহকদের সাবধান করেছে বিএসএনএল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.