বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মুখ পুড়লো পাকিস্তানের (Pakistan)! জানা যাচ্ছে, কমপক্ষে 4,700 জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার। সূত্রের খবর, পাকিস্তানের এই নাগরিকরা ভিক্ষুকের বেশে সৌদিতে অর্থ উপার্জন করতেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ অফিস জানিয়েছেন, দেশের হাজার হাজার মানুষ সৌদি আরবে গিয়ে একেবারে অবৈধভাবে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। আর এর পরই,সৌদি আরবের পুলিশ তাদের আটক করে এবং নির্বাসন দেয়। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, দেশবাসীর এমন অবস্থার কারণে আন্তর্জাতিক মঞ্চে একেবারেই নাক কাটা গিয়েছে পাকিস্তানের!
ভিক্ষুকদের কারণে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে পাকিস্তানের?
সদ্য প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, পাকিস্তানে বর্তমানে প্রায় 2 কোটি 20 লক্ষেরও বেশি ভিক্ষুক রয়েছেন। তাঁদের বাৎসরিক আয় জানলে অনেকেই ভিমড়ি খাবেন! সূত্রের খবর, পাকিস্তানের এই ভিক্ষুকরা প্রতিবছর শুধুমাত্র ভিক্ষা করে 42 বিলিয়ন রুপি রোজগার করেন। তবে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী আফিস পাকিস্তানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, দেশের ভিক্ষুকদের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তাঁর বক্তব্য, পাকিস্তান সরকার প্রতিমুহূর্তে দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করতে নানান পদক্ষেপ নিচ্ছে। আগামী 2035 সালের মধ্যে 100 বিলিয়ন ডলারের রপ্তানি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এদিকে প্রতিবছর ভিক্ষুকদের এমন কর্মকাণ্ডে দেশের মুখ পুড়ছে। পাক মন্ত্রীর সংযোজন, সৌদি আরব সরকার আমাদের দেশের 4,700 জন ভিক্ষুককে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই ঘটনা, পাকিস্তানের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের!
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সৌদি আরব!
সম্প্রতি বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2024 সালের মধ্যে গত 3 বছরে কমপক্ষে 4 হাজার পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। কেননা, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে যথেষ্ট কঠোর সৌদি আরবের প্রশাসন। মূলত সৌদির আইন অনুযায়ী, সে দেশে ভিক্ষা করতে দেখলেই ভিক্ষুকদের জরিমানা অথবা কারাদন্ড কিংবা দুই সাজাই শোনানো হয়। জানা গিয়েছে, পাকিস্তানের এই ভিক্ষুকদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরই তাদের পাক ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার।
অবশ্যই পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেও মিলল না ফুটো পয়সা! হাহাকার কিরণ শেখের বাড়িতে
পাকিস্তানের দুর্বল অর্থনীতি
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত ও শেহবাজ শরীফ সরকারের একাধিক ভুল পদক্ষেপের জের, সেদেশের অর্থনীতি একেবারে হামাগুড়ি দিচ্ছে! অভিজ্ঞ অর্থনীতিবিদদের মতে, পাকিস্তানের দুর্বল অর্থনীতি ও পরিকাঠামোগত অবনতির কারণে দেশের বেশিরভাগ মানুষকে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতে হয়! এছাড়াও কর্মসংস্থানের অভাব তো রয়েছেই।