৬ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung স্মার্টফোন, এক্ষুনি অর্ডার করুন

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে নতুন ফোন কিনতে চান তাহলে এখন আর ব্র্যান্ড বা পারফরম্যান্সের সাথে আপস করতে হবে না। কারণ এই মুহূর্তে ৬ হাজার টাকারও কম দামে Samsung Galaxy F05 কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট স্যামসাংয়ের গ্যালাক্সি-এফ সিরিজের এই স্মার্টফোনের উপর বিশেষ ছাড় দিচ্ছে। যারা ফিচার ফোন থেকে স্মার্টফোনে স্থানান্তরিত হতে চান বা যাদের ইতিমধ্যে একটি ফ্ল্যাগশিপ ফোন রয়েছে এবং একটি সেকেন্ডারি স্মার্টফোন প্রয়োজন তাদের জন্য এই ডিভাইসটি উপযুক্ত।

READ MORE:  Realme P3x 5G Sale: সবচেয়ে সস্তায় Realme এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন, 6000mAh ব্যাটারি সহ আছে 16 জিবি র‌্যাম | Realme P3x 5G Price

Samsung Galaxy F05 বিশেষ অফারে কিনুন

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,২৪৯ টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার ফলে ডিভাইসের দাম ৬,০০০ টাকার নীচে চলে আসবে।

READ MORE:  শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price

এছাড়া ক্রেতারা তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে বিশেষ ছাড়ে স্যামসাং গ্যালাক্সি এফ০৫ অর্ডার করতে পারবেন, পুরানো ডিভাইসের মডেল এবং অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ ৪,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Samsung Galaxy F05 এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy F05 ডিভাইসে ৬.৭৪-ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটির পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য, এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ভাল ক্যামেরা ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স, Samsung-এর নতুন ফোন আসছে দেশে

Scroll to Top