লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৮০০০ টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোন, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | 5G smartphone Under Rs 8000

Published on:

এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড এই বাজেটের মধ্যে পরবর্তী প্রজন্মের সংযোগ প্রদানের জন্য বিকল্প হাজির করেছে। তবে সেই বিকল্প সীমিত। বাজারে কিছু এন্ট্রি-লেভেল ৫জি স্মার্টফোন রয়েছে যা ভাল পারফরম্যান্স, নির্ভরযোগ্য ব্যাটারি লাইফ এবং প্রয়োজনীয় বৈশিষ্ট্য প্রদান করে থাকে।

৮ হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন

iTel P55

দাম: ৭,৭৯৯ টাকা।

এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট, মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ x ১৬১২ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ব্যাটারি ৫০০০এমএএইচ।

READ MORE:  কম দামে সেরা ফিচার্স, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে Tecno Pova 6 5G

Poco C75

দাম: ৭,৯৯৯ টাকা।

এই ফোনে মিলবে অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি ৬.৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। আর ব্যাটারি ৫১৬০ এমএএইচ। এটি শাওমির হাইপারওএস কাস্টম স্কিনে চলে এবং এতে দুই বছরের ওএস আপডেট এবং চার বছরের নিরাপত্তা প্যাচ পাওয়া যাবে।

READ MORE:  iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

Poco M6

দাম: ৮,৪৯৯ টাকা।

এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট এবং MIUI ১৪ কাস্টম স্কিন আছে। এটি দুটি কনফিগারেশনে পাওয়া যায় : ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন।

READ MORE:  Vivo Y39 5G Specification: বিদেশে জনপ্রিয় Vivo-র নতুন ফোন আসছে ভারতে, পাবেন 6500mah ব্যাটারি, দামেও সস্তা | Vivo Y39 5G Indian Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.