৯ হাজার টাকা পর্যন্ত ছাড়ে স্যামসাং, ভিভো ও ওয়ানপ্লাস স্মার্টফোন

অ্যামাজন উইকলি টপ ডিল অফারে বাম্পার ডিসকাউন্টে কেনা যাচ্ছে প্রিমিয়াম স্মার্টফোন। স্যামসাং থেকে ওয়ানপ্লাস, জনপ্রিয় ব্র্যান্ডের একাধিক ফোনে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি নো-কস্ট ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা অ্যামাজন উইকলি টপ ডিল অফারে বিক্রি হওয়া তিনটি স্মার্টফোনের বিষয়ে বলবো।

অ্যামাজন উইকলি টপ ডিল অফারে সস্তায় কিনুন এই তিন স্মার্টফোন

OnePlus 13R

ওয়ানপ্লাস ১৩আর ৫জি স্মার্টফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এর দাম শুরু হচ্ছে ৪২,৯৯৮ টাকা থেকে। এর কিস্তি শুরু হবে ২,০৮৫ টাকা থেকে। আর এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৩,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

READ MORE:  অনেকটাই সস্তা হল Motorola G85 5G, শক্তিশালী ব্যাটারি সহ আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy S25 Ultra 5G AI

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৫জি এআই স্মার্টফোনে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম আছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওএসে চলে। এই ফোনের দাম শুরু হচ্ছে ১,৪১,৯৯৯ টাকা থেকে। অ্যামাজনে এর সাথে ৯,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই অফার শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে দেওয়া হবে। ফোনটি নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে।

READ MORE:  iQOO Z10 Turbo Specification: মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro শীঘ্রই বাজারে আসছে | iQOO Z10 Turbo Pro Launch Timeline

Vivo X200 5G

ভিভো এক্স২০০ ৫জি স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। হ্যান্ডসেটটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। এই ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৬৫,৯৯৯ টাকা থেকে। বর্তমানে অ্যামাজনে ৫৫০০ টাকা ছাড়ে ডিভাইসটি কেনা যাচ্ছে। এই অফারটি আইসিআইসিআই এবং এসবিআই কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে।

READ MORE:  অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন আসছে বাজারে, লঞ্চ আগামী সপ্তাহেই!

Scroll to Top